বিবর্তনের বিজ্ঞাপন- সৌগত রাণা
বিবর্তনের বিজ্ঞাপন- সৌগত রাণা


নারী হবে,
মেঘ খেলা চুল, তীর্যক হাসি, নীল ছোবলের দৃষ্টি,
ধারালো ঠোঁট, উন্নত স্তন, সুতোতে উন্মুক্তা..!
নারী হবে,
হলুদ রঙের পেলব এক শরীর....!
নারী হবে নারী,
শ্রেফ কলকলিয়ে বয়ে চলা এক নদী....!
নারী হবে,
ছুঁয়ে দিলে আগুনের রঙ,
ধুঁয়ে দিলে বসন্তের সুখ,
নূয়ে দিলে সুমধুর জল,
যেন আকন্ঠ পানের এক পৃথিবী অমৃত....!
নারী হবে,
গ্রাম পথ শহরের পুরুষের বুকে
এক তীব্র সুখের তরঙ্গ....!
নারী হবে,
ঘরে,বাইরে,আলোর জলসায়, টাম
বাস মেট্রোয়,
গলির দেয়ালে,পিক্সেলের পর্দায়,
রাত ভোর বিছানায়,হার জিতের কান্নায়...!
বিশ্ব ধুলো পায়ে মেখে মানবীর খোঁজে
নিখোঁজ বিজ্ঞাপনে মানব...!
কি দারুণ সুখ 'নারীর' সুধায়,
'মানবী' মরেছে পুরুষের ক্ষুধায়...!
সৌগত রাণা কবিয়াল
---বিবর্তনের বিজ্ঞাপন....
প্রকাশিত.....