STORYMIRROR

Madhuri Sahana

Tragedy

3  

Madhuri Sahana

Tragedy

মন্দভালো

মন্দভালো

1 min
238


ইঞ্জিন মালগাড়ি  

নিজের নিয়মে এগিয়ে চলে

পিছনের বোঝা টেনে টেনে ।

পুরোনো হয়ে যাওয়া সব কিছু 

পিছনে লেপ্টে আছে ছায়া হয়ে,

সামনে কার্পেট থাকবে সেটা দুরাশাই ।

অতীত থেকে শিক্ষা নিয়ে 

ভবিষ্যতে নির্ভুল হওয়া 

কষ্ট কল্পনা মাত্র ।

নিঃশব্দে কাটাকুটি চলছে দিনরাত ।

ঠিক বেঠিক মল্লযুদ্ধে ক্লান্ত অবসন্ন প্রতিবার ।

সংশোধনী প্রচেষ্টায় ছিন্নমস্তা হওয়া ।

এভাবে হোঁচট খেয়ে ,  

দাঁড়িয়ে মন্দভালো বোঝা সাথে নিয়ে

পেরিয়ে চলেছি গন্তব্যে ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy