STORYMIRROR

Madhuri Sahana

Inspirational

4  

Madhuri Sahana

Inspirational

মা বললেই শব্দ নদী ধরে

মা বললেই শব্দ নদী ধরে

1 min
257

মা'য়ের স্নেহ , আলো বাতাস জল

জন্ম থেকেই শিশুর অধিকারে ,

আর যা চাই এই ভুবনের মাঝে

ওজন দরে পাবে থরে থরে ।।


মা'ছাড়া মানুষ টবের গাছ 

সে শুধু এক অনুগ্রহের খাঁচা ,

মাটির পরে নিজের খুশি বাঁচা

মা'ছাড়া পুরন হবার নয় ।।


মায়ের হাতে আছে সেই জাদু

এক নিমিষে খালি পেট ভরা ,

মায়ের কোলে সব যাতনা ভুলে

দু'চোখ জুড়ে গভীর ঘুমিয়ে পড়া ।।


মায়ের আছে নরম এক আঁচল

মুছিয়ে দিতে তোমার মুখের ঘাম ,

মা'মানেই উষ্ণ এক কোল

তোমার জন্য নিশ্চিন্তে বিশ্রাম ।।


মা - শব্দ এক পৃথিবী কথা

আর কিছু বলো নাই বা বলো ,

মা বললেই শব্দ নদী ধরে 

রূপকথারা পড়বে ঝরে ঝরে ।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational