STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Inspirational

5  

POET MD HEDAETUL ISLAM

Inspirational

জেগে ওঠো

জেগে ওঠো

1 min
473


জেগে ওঠো

মোঃ হেদায়েতুল ইসলাম


জেগে ওঠো মানব সমাজ চির উদ্যমী হও,

কেন আলস্যে নূয়ে রবে তুমি যে দমে যাওয়ার নও।

জেগে ওঠো মনকে কভু রেখো না ভাঙ্গা,

শক্তি আছে তোমার হতেই হবে তোমাকে চাঙা।

জেগে ওঠো মানব সত্য কথায় দৃড়তা আন,

অদম্য পরিশ্রমী হও বিফলতার ইতি টানো।

জেগে ওঠো হে মানব বেশি ঘুম তোমার কাম্য নয়,

 প্রতিকুলতাকে গুড়িয়ে দাও কভু করো না ভয়।

জেগে ওঠো ভাল কাজ দিয়ে সময়কে করো তাড়া,

গ্লানি সব মুছে দাও সফলতা আনো ফেলে দাও সাড়া।

জেগে ওঠো ধ্বংসকরো ও কুসংস্কার আছে যত,

অধ্যবসায়ী হও কাজে সফলতা পাবে শত শত।

জেগে ওঠো বল সঠিক সময়ে সঠিক কাজ করব বারেবার,

কোন কাজেই কোনোভাবেই মানবে না অহেতুক হার।

জেগে ওঠো জ্ঞান সাধনায় লিপ্ত হতে হবে,

সৎ হবে ত্যাগী হবে ধৈর্য হারা হবে না কভু এ ভবে।

জেগে ওঠো কসরতে কভু করবেনা হেলা,

মুহূর্ত সময় নষ্ট করবে না কাজে লাগাও প্রতিটি বেলা।

জেগে ওঠো শতবার হাজারবার শ্রেষ্ঠ বীর তুমি জাগো,

শান্তির মানবতার চির ভাতৃত্বের পৃথ্বী গড়তে উঠে পড়ে লাগো।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational