STORYMIRROR

Rimasta Samajder (কালকুট)

Classics Inspirational

5  

Rimasta Samajder (কালকুট)

Classics Inspirational

উপায়

উপায়

1 min
508

সদাহাস্য কমলাকান্ত পড়িয়াছে ভারী চাপে 

ওজন তাহার বাঁধ সেধেছে নায়ক হইবার মাপে।

তাই তাহার গোমরামুখ নিত্যদিনই থাকে , 

হতাশ হইয়া মুখ লুকাইয়া দরজা দিয়া থাকে;

পন্থা খুজিয়া না পাইয়া গুমরে গুমরে কাঁদে। 

এমত সময় তাহার সখা বিলাশ বাড়ি আসে। 

দেখা পাইয়া দুঃখের কথা জানাইল তার কাছে

গম্ভীর মুখে বিলাশ কহিল তাহার একটি উপায় জানা আছে !  

শুনে সেই কথা কমলাকান্ত আনন্দেতে হোদলকুতকুতের মতো নাচে, 

সুর চরাইয়া বিলাশ কহিল এ কঠিন সাধনা করিতে হইলে বাধ সাধতে হবে মাংস , চর্বি,মাছে।

কমলাকান্ত ঢোক গিলিয়া কহিল অতঃপর, 

বিলাশ কহিল কসরত, ব্যায়াম, ফলমূল যোগে খাদ্যের রাশটা টানিয়া ধর ।

         

      ২    

          এমন করিয়া কাটিল     ‌        সময় কাটিল ঋতুরপাল,

        কমলাকান্ত কমল এখন 

       নামজাদা নায়ক কমললাল।

       বিলাশ তাহার অ্যাসিস্টেন্ট ও          খাদ্যবিশারদ।

       কমললালের সিনেমা মানে           ভিড়ে বন্ধ সড়ক হোক বা পথ। 

        এখন তাহার ভক্তরা সুধায়  

        কি করিয়া পাইল সে এমন            সুঠাম দেহখানি ! 

        কমলাকান্ত বলিল কসরত  আর মেহেনতের সাথে খাদ্যের রাশটানি।

     এসব শুনিয়া তাহার এক ভক্ত            বলিল এত কষ্ট করবে কে !?

          কষ্ট না করিলে আর কেষ্ট           মেলে হাসিয়া বলিল সে। 

      



Rate this content
Log in

Similar bengali poem from Classics