কাল্পনিক
কাল্পনিক


চলো! এমন একটা পদ্য লিখি
যেখানে প্রেমিকের মনে ভাঙবে না আশা
সেখানে পড়বে না কেউ বেড়াজালে ,
ঠকবে না কোনও ভালোবাসা ।
প্রেমটা হবে ডালে-ভাতের
বিরিয়ানির মতো সুস্বাদু নয়
যা রোজকার মতো একঘেয়েমির
কিন্তু ছেড়ে চললে খুব অসহায়।
থাকবে দু -এক পাতা ঝগড়া তর্ক
ঘর বাঁধবে খুনসুঁটিরা ,
কিন্তু সবশেষে ব্যথার প্রলেপ হবে
"তুমি" নামক বানভাসিটা ।
অগোছালো " আমি " টা কে আগলে রাখবে মহীরুহ হয়ে
ভালোবাসা আর আদরটা থাকবে চারদেওয়ালের মধ্যে রাখা ,
" লোক দেখানো " ভালোবাসাটা নাই বা চলল মিথ্যা বয়ে।
রাস্তা চলব "তুমি"- "আমি"
নিঃশ্বাসের শেষ বিন্দু আগে
বসন্ত সাজাবে সেই পুরনো রাস্তা
নতুন সুরে নতুন রাগে।।