STORYMIRROR

Rimasta Samajder (কালকুট)

Abstract Tragedy

3  

Rimasta Samajder (কালকুট)

Abstract Tragedy

তাল্লাস

তাল্লাস

1 min
275

 নিঃস্তব্ধ অমাবস্যার রাত 

আমার বাসা তিমিরে তিমিরে ঘেরা, 

তাঁর এককোণে আমি বসে; 

ভাসছি গ্লাসের হলুদে 

অনুভূূতিদের অ্যাসিডে অনড় হয়ে

আসা 'রুহ্' কে নিয়ে। 


খেয়াল করলাম আমার খাবার টেবিলে

সকালের আধ -খাওয়া পাউরুটির প্লেটের ফাঁকা জায়গায় একটা 'জোনাকি' 

খুুুুবই ধীরে এগোচ্ছে ক্ষীণ সবুজে। 


অনেক্ষণ দেখলাম ওকে দেখে কী যেন 

মনে হল, তাই ঘামে লেপা টলতে থাকা শরীরটা নিয়ে বেরিয়ে গেলাম... ;

   হাঁটতে হাঁটতে গিয়ে

পৌঁছালাম বড় রাস্তার মোড়়ে।


কে যেন অফিস ব্যাগ নিয়ে

ফিরতি পথে বলল "পাগল নাকি আপনি স্রোতের বিপরীতে যাচ্ছেন মড়বেন যে।"

আমি লক্ষ্য না করেই গিয়ে আপন মনে 

বললাম " এত সহজে মরণ নেই আমার

'রুুহ্'-র এখনও নিভে যায়নি । "


কেউ হয়তো শুনল না । 

তবে বুড়ো অর্জুুনটা ডালপালা নাড়িয়ে হাওয়া দিতে লাগলো, ধ্রুবতারাটা মিটমিটে চাইল আমার দিকে । 


হঠাৎ অনুভব করলাম মাথার উপর

উল্টানো কালো কড়াইটা থেকে পায়ের নীচের বড়ো রাস্তাটা

আমার টেবিলে রাখা প্লেটটা হয়ে গেছে 

আর আমি ওই সবুজ আলোর '  

'জোনাকিটা' ............ 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract