STORYMIRROR

Manab Mondal

Abstract Inspirational

5  

Manab Mondal

Abstract Inspirational

করোনা

করোনা

1 min
480

কোথায় থাকে এসে করোনা

এই আজব রোগখানা

অতিষ্ঠ করে তুলেছিলো জীবন খানা, 

ভিড় নাই মন্দিরে বা বাজারে, হাটে কিংবা ঘাটে

ভিড় নাই পার্কে কিংবা খেলার মাঠে!

পথে ঘাটে নেই যানযটে ফাঁসা গাড়ি

নালিশ নাই, শালিশ নাই, নাই মিছিলে লোক সারি সারি

 সপিংমলেও ভিড় নেই, সবাই বন্দি বাড়ি বাড়ি।

এরপর এলো ভাকসিন ,

আবার ফিরলো সুখের দিন

 সব কিছু গেলো খুলে,

ছাত্ররা গেলো ইশকুলে, ইশকুলে!


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Abstract