STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational Others

5  

Nityananda Banerjee

Classics Inspirational Others

নজরুল

নজরুল

1 min
503

মধ্যাহ্নে প্রদীপ্তভানু ; রবিতে ভাস্বর,

সহসা গগনপ্রান্ত করি' ঝলকিত,

দামামা উঠিল বাজি' মেঘমন্দ্র স্বর,

বিদ্রোহী কন্ঠের ধ্বণি হইল রণিত ।


সাম্যবাদী মনুষ্যত্ব জ্ঞানের গহ্বরে,

লুক্কায়িত বিপ্লবের বাজে অগ্নিবীণা,

বিষের বাঁশীর সুর সে কর্ণকুহরে,

জাতিভেদ তত্ত্বকথা সচ্চরিত্রহীনা ।


বর্ণময় বিভেদের কূট রাজনীতি,

বর্তমানের সুসিদ্ধ আচরণবিধি,

তব কৃত সাম্যবাদ স্নেহময় প্রীতি,

জাতি আঁখিপাতে রবে স্মৃতিভরা নিধি।


ঐশ্বরীয় নজরানা নজরুল কবি,

উদিত মধ্যাহ্নকালে প্রত্যূষার রবি।



Rate this content
Log in

Similar bengali poem from Classics