STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

5  

Manik Goswami

Classics Inspirational

দৃষ্টিদান

দৃষ্টিদান

1 min
453

Prompt-26


দৃষ্টিদান 

মানিক চন্দ্র গোস্বামী


পাশে তুমি ছিলে বলেই পৃথিবীটা আছে বেঁচে,

ভালোবাসার শক্তি জোরেই বাঁচার ইচ্ছে আছে।

সেদিন যখন দুর্ঘটনায় দৃষ্টি শক্তি গেলো,

হঠাৎ করে জীবনটা যেন হয়ে গেলো এলোমেলো।

মনের মাঝে হারিয়ে গেলো বেঁচে থাকার আশা,

উজাড় করে দিলে তোমার যতেক ভালোবাসা।

তোমার প্রেমের ঢেউ যে এলো ভরসার বাণী নিয়ে,

পৃথিবী দেখার ইচ্ছে জাগলো তোমার দু'চোখ দিয়ে।

হতভাগ্য দৃষ্টিহীনের জগৎ দেখার নেশায়,

পূর্ণ করলো তোমার চোখের অনাবিল ভালোবাসায়।

প্রেরণা জোগালে, আবার নাকি দৃষ্টি পাবো ফিরে,

চিকিৎসা এখন উন্নত, জাগলো স্বপ্ন তোমাকে ঘিরে।

নিজেই কেমন উদ্যোগী হয়ে, সব ব্যবস্থা করে;

অপারেশনে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে মোরে।

আজকে যখন আমার আকাশ দু'চোখ ভরে দেখি,

ভেঙে পড়ি হৃদয় মাঝে, আমায় রাখতে সুখী;

ভালোবেসে এতো কষ্ট আমায় দিলে সখি,

নিজের খুশির বিসর্জনে আমায় করলে দুখী।

এতো ভালোবেসেছো আমায়, নিজের চোখটি দানে,

দৃষ্টি আমার ফেরালে সখি, কি দেব প্রতিদানে ?

তোমার মতো বিশাল মনের মানুষ হবো কি আর,

শুধু করতে পারি সারা জীবন পাশে থাকার অঙ্গীকার।



Rate this content
Log in

Similar bengali poem from Classics