STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

5  

Manik Goswami

Classics Inspirational

ইচ্ছেডানা

ইচ্ছেডানা

1 min
499


ইচ্ছেডানা

মানিক চন্দ্র গোস্বামী


মাঝে মাঝে অবাক হয়ে

আকাশ পানে চেয়ে,

উড়তে কেমন ইচ্ছে করে 

হাওয়ায় সাঁতার দিয়ে।

নীল আকাশে সাদা মেঘের

ভেলায় ভেসে ভেসে,

উড়ে যেতে চাই আরো দূরে

চাঁদ, তারাদের দেশে।

উড়ছে ঘুড়ি, উড়ছে বিমান,

উড়ছে পাখির দলে,

মনটা উড়ুক শূন্য পথে,

হৃদয় উঠুক দুলে।

পৃথিবীর রূপ নদী, গাছপালা;

প্রকৃতির আছে শোভা,

পাহাড় চূড়ার রুপালি রূপে

ঠিকরে পরে প্রভা।

মাতৃভূমির উজ্জ্বল রূপ

প্রকাশিছে জনগনে,

সমাজ চেতনায় রূপের মহিমা,

সার্থক রূপায়ণে।

দেশ তো প্রচুর সমস্যা বলে

স্বরূপ হারাতে থাকে,

উন্নয়নের চিন্তাধারায়

প্রগতির পথ দেখে।

সৌন্দর্য্য আমার দেশের

রয় যেন অমলিন,

স্বপ্ন সবার সার্থক হোক,

কদাপি ভেবো না হীন।


Rate this content
Log in