সত্যি বলতে ভয় কী ?
সত্যি বলতে ভয় কী ?


শর্মিষ্ঠা মুখার্জী🔥 অগ্নিশিখা
নারী হয়েও ভাবি আমি
কি লাভ এই সাজে??
ঠিক তখনই মায়ের মুখটা
উঁকি মারে মনের মাঝে।
নারী আমি, ধন্য তাতে
আমার এই বেশে,
নতুন প্রাণ, শুধু নারীজাতির
কোল জুড়েই আসে।
কন্যাভ্রুন তোরা হত্যা করিস
বিবেক কোথায় থাকে?
নারীই যদি না রয়
তবে "মা" বলবি কাকে?
পুরুষ হয়ে মহান ভাবিস
ছেলের জন্ম চাস্,
নারীর গর্ভ না পেলে
সন্তান সুখ কোথায় পাস্?
তোদের ক
্ষনিকের ভালোবাসা
নারীই গর্ভে ধারণ করে,
আবার নারীর গর্ভে নারী এলেই
তোদের সব হাসি যায় ঝরে।
তোদের বাসনাগুলো রাখবি কোথায়
নারী শেষ হলে,
দিন-রাত্রি আবছা হবে
ভাসবি চোখের জলে।
পেটের ক্ষিদে, মনের ক্ষিদে
যাওবা মেটানো যায়,
শরীরের ক্ষিদে মিটবে কিসে
যদি নারীই না রয়?
হাজার কেঁদে কুল পাবি না
দিনটা একদিন আসবে,
সেদিন তোরা দেখবি তোদের
নারী ছাড়া কে ভালোবাসবে?