একটি কবিতার জন্য
একটি কবিতার জন্য


একটিমাত্র কবিতার জন্য এই জীবন দিতে পারি,
হ্যাঁ, শুধুমাত্র একটি তেমন কবিতার জন্য।
একটি কবিতার জন্য সবকিছু ছেড়ে দিতে পারি,
একটি তেমন কবিতার জন্য হতেও পারি বন্য।
ভুলতে পারি প্রেম প্রেম খেলা শুধু কবিতার জন্য,
ঘুরতে পারি এগলি সেগলি একলা, হিমেল সন্ধ্যেবেলা।
জীবন সাগরে সাঁতরে পেরিয়ে ভুবন আমার হবে ধন্য,
ভেঙে প্রতিরোধ, জীবনবোধ, ঋণ পরিশোধ করে ফেলা।
যুগযুগান্ত পেরিয়ে আসা, সেই একটা কবিতার জন্য,
অপলক সুখ শান্তির মুখ কলমটা হবে যে আমার অনন্য।
সে এক কবিতা ভোলাবে ভেদাভেদ নারী পুরুষে,
শুধু সে কবিতাই পারবে জেতাতে হেরো পার্টিদের হরষে।
পৃথিবী জোড়া রক্তপাত, হঠাৎ রক্তমেঘের ধারাপাত,
শব্দবন্ধ নেবে বিদায় সেই কবিতার হাত ধরে।
সেই কবিতার জন্য দু'জনম বেঁচে থাকার লোভী মৌতাত,
হারাতে চাই না রোজ রোজ একা একা মরে।
আমার সে কবিতা মানুষের মতো বাঁচার স্বাদ চাখাবে,
সব ক্ষোভ ধুয়ে মুছে যাবে, বেঁচে থাকার আশা জাগাবে।
একটি তেমন কবিতার জন্য আমি অপেক্ষায় আছি,
নশ্বর মনুষ্য জীবনের তাচ্ছিল্যের দুর্লভ অমরত্বে বাঁচি।