ঔদ্ধত্য
ঔদ্ধত্য


তোমার সাথে আর বনিবনা হচ্ছে না বলাটা আমার ঔদ্ধত্য,
আমি আমার নিজের মতো থাকতে চাই বলাটা আমার ঔদ্ধত্য,
তোমার কাছ ভিখিরির মতো হাত পাততে না পারাটাও ঔদ্ধত্য,
নিজের রোজগারের টাকা সংসারে খরচ করাটা আমার ঔদ্ধত্য,
তোমার মতে আমার ঔদ্ধত্য নেই কিসে বলতে পারো?
শরীরে তুমি আমায় মারতে পারবে না, তবে মনে মারতে পারো।
আর আমার এই স্বীকারোক্তি করার দাবীটাই আসলে আমার আসল ঔদ্ধত্য।
আমি আমার ঔদ্ধত্যে পাশ, ফেল তুমি গ্রহণে সত্য।
(বিষয়: পাশ ফেল)