জাগাও ভোরের আলো
জাগাও ভোরের আলো
পুড়িয়ে দিচ্ছে সবুজ,
কেটে দিচ্ছে গাছ!
উঠছে বহু আকাশ,
করছে সর্বনাশ।
উঠছে দূর আকাশে
কালো মেঘের ছায়া।
মেঘে মেঘে বাড়ছে বেলা
অবশেষে হচ্ছে সন্ধ্যা।
মন অবশ করছে,
নষ্ট করে ফেলছে।
মনের ঘর শূন্য
করো পরিপূর্ণ।
প্রত্যহ বেড়ে চলে
বহু কথা যায় বলে...
জাগাও ভোরের আলো
জীবন হাসি-খুশি করো।
কলমে- সুজন মন্ডল
