বহু বছর পরে কোথাও একবার অনুবাদে- সুজন মন্ডল
বহু বছর পরে কোথাও একবার অনুবাদে- সুজন মন্ডল
বহু বছর পরে কখনও
দুজনের যদি দেখা হয়,
কিছুটা পরিচিত মুখ মনে হলেও
কিন্তু চিন্তে পারবো না মোটেও।
মনেও পড়বে না আর নাম,
রূপ, রং, কাজ, ঠিকানা।
ভেবে যায়
এটা কি সম্ভব?
কিন্তু মন তো মানতে চায় না।
স্মৃতি যদি ঝাপসা না হয় একবার
এসেছিল যে ঝড় যে প্লাবন
বন্ধু, মুছে যাওয়া পৃষ্ঠাগুলো
খুঁজে পড়ার চেষ্টাও করি না
যে কথা গুলো একসাথে বলা হয়েছিল
সে কথাও যেন হারিয়ে গেছে স্রোতে।
চোখের সেই মিলন
তাকেও যেন আর চেনা যায় না।

