STORYMIRROR

Sujan Mandal

Tragedy Classics Others

4  

Sujan Mandal

Tragedy Classics Others

পথ যখন একাময়

পথ যখন একাময়

1 min
405

একরাশ অন্ধকারে,

আমি যখন হারায়।

লাল, কমলা অতিক্রম করে

আমি থাকি সবুজের আসায়।


দুপাশে ঘন বন

মাঝে সরু একটি গলি।

সেখানে পথ হারায় না,

মানুষ হারিয়ে যায়।


পথ যখন একাময় 

ভাবনা তখন পূর্ণময়,

না পাবার কিছু কথায়,

স্বপ্ন রয়ে যায়।


এখন আর চিৎকার করি না,

আমি নিরব! দূরেই ভালো আছি।

সেখানে আপনি নিজেই

নিজের একমাত্র সঙ্গী হন।


একরাশ অন্ধকারে,

খানিকটা আলোর সন্ধান।

           কলমে- সুজন মন্ডল 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy