STORYMIRROR

Amrita Mallik

Abstract Inspirational

4  

Amrita Mallik

Abstract Inspirational

নতুন বছরের উচ্ছাস

নতুন বছরের উচ্ছাস

1 min
338

স্নিগ্ধ শীতের পরশে এলো আবার একটি নতুন বছর,

ঠান্ডা টেক্কা দিতে দৃঢ় সব পরিকল্পনা আর সংকল্প,

শীত তো দেবে গুটি গুটি পারি,

তবে কি ফিকে পরে যাবে বছর শুরুর উচ্ছাস?


না না.. একেবারেই না!

এবার থেকে হবে এক নতুন সূচনা,

নিজেকে চেনার, জানার আর ভালোবাসার চেষ্টা,

নিজেকে আর দূরে ঠেলা.. কখনোই না।




থাক তবে বছরের, মানুষের আর সমাজের চাপ,

না আর বদলাতে যাবো না পৃথিবীকে,

সে থাক নিজের মতো.. নিজের ছন্দে,

আগে বাপু, নিজেকে পাল্টাই তারপর না হয় ভাবা যাবে অনেক কিছু।




ভাগ নয় যোগ হবে সুন্দর চিন্তাধারা,

ফেলে আশা দিনকে আর ডাকবো না,

দীর্ঘ নিঃস্বাস আর কখনোই নয়,

ইতিবাচক আর সক্রিয় হোক নিজের মন ও মাথা।




থমকে আছে বছরের নতুন সাদা পাতা,

লিখবো আমি নিজের মিষ্টি কথা সব,

ধন্য আমি ছোটো বড়ো সব কিছুর জন্য,

নতুন বছরের প্রতিটি মুহুর্তই যে নতুন।।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract