STORYMIRROR

Amrita Mallik

Fantasy Inspirational Others

3  

Amrita Mallik

Fantasy Inspirational Others

আঁকাবাঁকা পথ

আঁকাবাঁকা পথ

1 min
159

সোজা ও সরল পথে মানুষের অনেক ভীড়,

পছন্দ না হলেও হাঁটো কঠিন আর আঁকাবাকা পথে,

জ্ঞানীরা বলে ঠিকই, কিন্তু আমি যে চাই সরল রাস্তা,

থাক না তাতে অনেকের পায়ের ধুলো আর ছাপ,

আমারটা তো থাকবে আলাদাই, একেবারে অনন্য,

একটু হলেও মিলবে প্রেরণা আর সহয়তা,

কিন্তু, আমার কথা শুনবেন কেনো ঈশ্বর,

বাঁকের পর বাঁক, কখন হাজির হয়েই যাবে,

অনিচ্ছাকৃত হাঁটতে হবে সেই পথেই খালি,

তাই মনকে দৃঢ় আর উদার রেখে,

চলবো না হয় সেই রাহাতেই,

নিজের প্রত্যাশা কমিয়ে, শুনবো ওনার আদেশ,

এতেই জানি, মনে আসবে পরম শান্তি,

কঠিন হবে এই পথ, তবুও মানবো না হার,

ক্ষত হবে, হারিয়ে বা হাঁফিয়েও যাবো, ভয়ও পাবো,

তবু আত্মবিশ্বাসের হবেই হবে জয়..


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy