STORYMIRROR

Amrita Mallik

Abstract Inspirational

3  

Amrita Mallik

Abstract Inspirational

নারী দিবস

নারী দিবস

1 min
170

আবার আসতে চলেছে নারী দিবস,

এখন থেকেই সর্বত্র ছেয়ে গেছে,

আড়ম্বর আর উদযাপনের ঘনঘটা,

এ যেন কোনো মহোৎসব, দুর্গোৎসবের মতো,

কিন্তু, মেয়েরা কি সত্যি চায়, বা বলেছে কখনো,

তাদের ইচ্ছে বা অনুমতির বিরুদ্ধে,

রিবেট, গয়না, মেকআপ, পরিধান,

টাকা দিয়ে কেনা যায় হরেকরকম জিনিস?

না, সে একেবারেই চায় না এই সব,

ঠুনকো, তুচ্ছ আর মিথ্যে আশ্বাস,

একটু নিজেদের মনোমতো জায়গা,

যেখানে তারা নির্ভয়ে, মাথা উঁচু করে,

শান্তি ও আনন্দ নিয়ে থাকতে পারবে,

চায় একটু সম্মান, একটু স্বীকৃতি,

তারা কি বোঝে না ভেবেছো,

এইগুলি হচ্ছে এক ধরণের,

পুরুষতান্ত্রিক সমাজের ফাঁদ,

যাতে তারা আবার স্বপ্ন দেখা বন্ধ করে,

তাই তো তারা বারেবারে বলে এসেছে,

কখনো ইশারায়, কখনো প্রাণ দিয়ে, আবার কখনো সরাসরি,

সব দিন তারা যেন বাঁচতে পারে হাঁফ ছেড়ে..


Rate this content
Log in

Similar bengali poem from Abstract