STORYMIRROR

Amrita Mallik

Abstract

3  

Amrita Mallik

Abstract

আজও দেখি স্বপ্ন

আজও দেখি স্বপ্ন

1 min
3


স্বপ্ন দেখে মন, ছোট্ট সে বাসায় গড়া,

সত্যি করবে সে স্বপ্নের উড়ান বড়ো শহরে এসে,

অক্লান্ত পরিশ্রম করে দিন রাত,

কিছুটা হলো পূর্ণ.. ফুটলো মুখে হাসি,

হটাৎ কি যে হলো.. সে যে দেখে ফেললো,

মানুষের অমানবিক রূপ খান,

কি নৃশংস! কি জঘন্য!

ভাবতে কি পেরেছিলো সে সেদিন,

হবে তার স্বপ্নের শেষ, তার মর্মান্তিক শেষ?

তবুও সে স্বপ্ন দেখায়.. আজও সে বেঁচে,

মুখোশধারীদের মধ্যেও যে আছে অনেকে,

যাদের শিরদাঁড়া এখনো সোজা.. শক্ত,

যারা বেচে উঠতে পারে নি নিজেদের শিক্ষা.. নিজেদের নৈতিকতা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract