পুরাতন থেকে নতুনে
পুরাতন থেকে নতুনে


পুরাতন থেকে নতুনে
মানিক চন্দ্র গোস্বামী
অপূর্ণ আশার বিষাদ সাথে,
এইযে বছর শেষের পথে,
পেলাম না স্মরণীয় কিছু,
থমকে গেলাম কালের পিছু।
এগিয়ে চলা হলো কোথায়,
সুপ্ত আকাঙ্খার নীরব বিদায়।
শীর্ণ শাখায় আঁকড়ে ধরে,
শীর্ষে ওঠার বাসনা ছেড়ে,
রেখে দিলাম বছর পিছে,
অগ্রগতির ইচ্ছে হলো মিছে।
জোয়ার ভাটার নিয়ম তালে,
চলেছে জীবন যেমন চলে।
নতুন প্রভাতে সূর্য্য কিরণ,
ছড়িয়ে গেছে বিশ্ব ভুবন,
অতীত আঁধারে বর্ষ পুরাতন,
নবীন প্রত্যয়ে বর্ষ বরণ।
সময়ের গভীরে তরঙ্গ উথাল,
প্রত্যাশা পূরণে আগামী সকাল।
যদিও অপ্রাপ্তি বিগত দিনে,
নবীন ভীত্তিচ্যুত প্রাচীন বিহনে,
প্রতিকূল স্থিতির বাধার ওপারে,
অপরিমিত উচ্চাশা নতুন বছরে।
নিমজ্জিত বর্ষশেষে নবীনের আগমন,
অনিশ্চিতের আগামীতে হৃদয় উচাটন।