STORYMIRROR

PIJUS SARKAR

Inspirational

4  

PIJUS SARKAR

Inspirational

শাসক

শাসক

1 min
251

দেশি বা বিদেশি যাই হোক 

শাসক ব্যতিক্রমী উপাসক

শাসক চিরকালই শোষক।


যতই লেখা থাক সংবিধানে

বিরোধী ঐক্যমতের বাহক --

সংখ্যাগরিষ্ঠতার যে পরিচায়ক

শাসক চিরকালই শোষক।

একই বিন্দুতে জমায়েতের 

একই আলোকের প্রতিফলক।

অন্যায়ের বাতাবরণ সৃষ্টির বিরোধিতা 

বিরোধীর ধর্মের পরিচায়ক।

'ডিভাইড অ্যাণ্ড রুল' নীতি 

শাসনক্ষমতার সংবাহক।

পারিতোষিক বিতরণে প্রতারক-প্রতিপালক

শাসক চিরকালই শোষক।

      ---------


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational