STORYMIRROR

PIJUS SARKAR

Tragedy

4  

PIJUS SARKAR

Tragedy

প্রবাহ

প্রবাহ

1 min
10

সেদিন,

জালিয়ানওয়ালাবাগে

'নাইট' উপাধি গড়াগড়ি খেলো রাগে।

রবি-র আহ্বান ব্যর্থ হল অপ্রবেশ্য সূত্রে

রক্তভেজা মাটির বুকে জাগল না পদচিহ্ন।


আজ,

ভোটের সাগরে ভাসছে গণতন্ত্র

পাইনছায়ায় বাজছে বাদ্যযন্ত্র

বেহালা কাঁদছে সংরক্ষণ রাগে

তবলার বোল 'ভোটার কেন না ভাগে'।

রাইফেলধারী পিশাচেরা উন্মাদ

স্বাধীন ভারতে কাঁদে মরইচঝআঁপই,

গোদরা, জেহানাবাদ।


স্বাধীন -পরাধীন সংজ্ঞা বিহীন

সকলই তমসাচ্ছন্ন --

সেদিন বিদেশি -- আজকে স্বদেশি

বুলেটে এ-দেশ ধন্য।

      ---------


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy