নীরব প্রেম
নীরব প্রেম
তুমি যখন দিয়েছিলে ডাক
আমি দাঁড়িয়ে বিপুল অন্ধকারে
চোখের সামনে বৈশাখের তীব্র দহন
সবুজ পেলেই পুড়িয়ে করে খাক।
চারপাশেই ধূ-ধূ চোরাবালি
আপনার পায়ে দাঁড়ানোটাই দায়
হৃদয় যতই অভিমানী হোক
দায়-দায়িত্ব নয়তো ভোটের কালি।
আসেনি আষাঢ়, অন্তর্দাহে হারাই লীনতাপ
জীবনযুদ্ধ শুধুই শব্দভেদী অভিশাপ।
---------
