সেই শহরে
সেই শহরে


এই শহরের বুকে, লুকিয়ে আছে আরেকটা শহর।
সেখানে আজও, পিৎজা, বার্গার এর গন্ধ ছাপিয়ে,
ভেসে আসে, সেই চেনা চপ, কাটলেটের হাতছানি।
গগনচুম্বী ফ্ল্যাটের আড়ালে, মুখ লুকিয়ে ফেলা,
অস্তিত্বের সংকটে ভোগা, এক টুকরো বারান্দা,
আজও অপেক্ষায়, সন্ধেবেলার তাসের আড্ডার।
সেখানে আজও, রবীন্দ্রসরোবর এর পুরোনো বেঞ্চে,
মোবাইলের স্ক্রিন এ নয়, কথা হয় চোখে চোখ রেখে।
প্রেমের সংজ্ঞা লেখে ট্রাম লাইন, আজও সেখানে,
শীততাপ নিয়ন্ত্রিত, দামি গাড়ির চেয়েও অনেক দামি।
সেখানে আজও ব্লাড গ্রুপ, এ, বি বা পসিটিভ, নেগেটিভ এ নয়,
মাপা হয় ঘটি, বাঙাল বা মোহনবাগান, ইস্টবেঙ্গল এ।
সেখানে আজও দেওয়াল এর বলা কথা,
বোকা বক্সের বিজ্ঞাপনের চেয়ে অনেক বেশি আপন।
এই শহরে আজও, চায়ের কাপে, তুফান তোলে পলিটিক্স।
আর পতাকার আঁচে, জেগে ওঠে, ঘুমিয়ে পড়া মাঝবয়সী মাথাগুলো।
এই শহর আজও স্বপ্ন দেখায়, স্বপ্নের কথা বলে।
এই শহর আজও বাঁচতে শেখায়, হাজার পার্বনে।