কৃষ্ণকলি নেই
কৃষ্ণকলি নেই


কে তুমি ?
আমি কৃষ্ণকলি ।
বাড়ি কোথায় ?
কবিগুরুর গানের কথায় ।
আছো কেমন ?
বেঁচে আছি এক বুক অন্ধকার নিয়ে ।
হরিণ চোখ বুঝি ?
কি জানি ! কবি জানেন ।
মুক্তবেণী পিঠের পরে কেন লোটায় ?
আর ঘোমটা ! ঘোমটা কেন নেই মাথায় ?
কবির চোখে আমি সুন্দরী ,
তাই কবি এঁকেছেন নিজের মতো ।
আলের ধারে দাঁড়িয়েছিলেন কবি -
কবির পানে চেয়েছিলে কি একটিবার ?
কোথায় ছিলেন তিনি !
আমার চোখেতো তখন মেঘের আঁধার ।
গাঁয়ের লোকে কালো বলে বুঝি ?
যা খুশি বলুক গাঁয়ের লোক ,
কবির চোখেতো আমার , মেঘবরণ রূপ ।
তবে আজকাল তোমায় দেখা যায় কেন ?
আহা! আমার যে এখন ইউরোপে বাস ,
কবির চোখে আঁকা গ্রাম্য কৃষ্ণকলি আমি
আজ অবশ্য নই ভীত - সন্ত্রস্ত ।
যেদিন কবির আঁকা কৃষ্ণবর্ণ দেহপটে
প্রফেসরের হাত পড়লো ,
যেদিন পি. এইচ . ডি করার জন্য
প্রফেসরের হাতে বলি হতে
গিয়েছিলাম হোটেলের ঘরে -
সেদিনই কবিগুরুর সৃষ্ট ময়নাপাড়ার মাঠের
সুন্দরী কৃষ্ণকলির মৃত্যু ঘটেছে ।
তবে , তুমি সেই কৃষ্ণকলি নও ?
না , কবিগুরুর কৃষ্ণকলি আজ অতীত ,
আমি শুধুই একটি কৃষ্ণবর্ণা নারী ।