অক্ষরের ভেতর অনুভূতি
অক্ষরের ভেতর অনুভূতি
বইয়ের তাকে ধুলো;
বইগুলো স্থির ছবির মতো সাজানো থাকে-থাকে, নিঃশব্দে;
বইয়ের ভেতর অজস্র পৃথিবীর অসংখ্য মানুষের গল্পকথা; গল্প বলছে বইয়ের পাতা,
পাতার ভেতর অক্ষর, অক্ষরের ভেতর নানান অনুভূতি;
ওভাবেই সাজানো বইয়ের তাকে বহুবছর চুপচাপ নিচ্ছে বিশ্রাম;
চরিত্ররা কিছুকাল নির্বাসনে ঘুমের চলেছে করে অভিনয়;
সম্পর্কের টানাপোড়েন একইভাবে রয়েছে কতকাল!
একদিন, সেই বইয়ের তাক ফিসফিস করে ডেকে আমায় দিল উপহার
তার একটা বই; সেই বই খুলে দেখি, অপেক্ষা করে আছে,
বহু বিকেল ধরে, একটা নরম বিকেলবেলা, আলোয় খেলছে লুকোচুরি;
আমায় খুব আন্তরিকতার সাথে করছে আমন্ত্রণ,
ফেলে আশা ছেলেবেলার সেই সহজ নির্ভেজাল বিকেল –
যেই বিকেলবেলায় খেলতে-খেলতে ফেলেছিলাম হারিয়ে নিজেকে,
মনে আছে; খুঁজে পেয়েছিলাম স্বপ্নের পরে বইয়ের স্তুপে,
অগোছালো বইয়ের টেবিলে – আসলে আমি যে ঘুমিয়ে পড়েছিলাম;
তারপর সেদিন, সেই বইগুলি গুছিয়ে রেখেছিলাম বইয়ের তাকে,
একটা ছবির মতো সাজিয়ে| সেদিনের পর, এতগুলো বিকেলবেলা
পেরিয়ে গেছে, বইয়ের তাক ডাকেনি আমায়, বলেনি কথা আমার সাথে|
