STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract

4  

Ratnadeep Pramanik

Abstract

কাটাকুটি খেলা

কাটাকুটি খেলা

1 min
270

নকশা কাটছে কালো দাগ সাদা খাতার ওপর;

খেলছে কাটাকুটির সহজ খেলা অবহেলায়;

সহজ খেলারও পরিণাম হয়, পরিমান অনিশ্চিত;

হার-জিত আছে তাই তো খেলা, নইলে ভালোবাসা!

প্রত্যেকটা সভ্যতা কাটাকুটি খেলে ভিন্ন রূপে;

জটিল ভাষায় কাটাকুটি খেলে মাছের গায়ে আঁশ;

সেই খেলা বাড়িয়ে নেয় সীমানায় সৈন্যরা|

কাটাকুটির লাল খেলা খেলে লোহার তলোয়ার,

লাল রঙের মর্যাদা বোঝেনা কেউ, পরিণতি ক্ষতি;

কাটাছেঁড়া করে সমাজ নির্বাসিত লেখকের অপ্রিয়

কবিতা; নির্মম এই কাটাছেঁড়ার পর মাটিতে থাকে

পড়ে অভিমানী তুলো আর কাপড়ের টুকরো|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract