STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract

4  

Ratnadeep Pramanik

Abstract

রঙের লুকোচুরি খেলা

রঙের লুকোচুরি খেলা

1 min
313

কাঁচের ভেতর ছায়া সরে যাচ্ছে;

ছায়ার ভেতর মানুষ লুকোচুরি খেলছে;

সাদাকালো রং রঙিন হতে চাইছে ভীষণ;

সাদা কাগজের ওপর রামধনুর অজস্র টুকরো,

খানিকটা রং-বেরঙ্গি চামড়া মুখোশের মতো;

সারা গায়ে রঙিন সুতোর নকশা;

সবটাই যেন মনে হয় দেখে রঙের খেলাঘর,

অথবা, হরেক রঙের ক্যাকোফোনি;

ধরতে গেলে এগুলো,

সবই উধাও হয়ে যাচ্ছে;

ধরা যাচ্ছে যখন চলমান না থেকে,

শুধুই ছবি হয়ে থাকছে;

সময়ের আড়ালে লুকোচুরি খেলা আর হচ্ছে না|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract