STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract

4  

Ratnadeep Pramanik

Abstract

উন্মাদ রক্ত তখন উষ্ণ

উন্মাদ রক্ত তখন উষ্ণ

1 min
5

ভিনগ্রহ থেকে এসেছে কালো দস্যুর দল পৃথিবীর ওপর|

পিপাসু ঠোঁটে সিগারেট পুড়ছে, ভেসে যাচ্ছে ছাই হাওয়ায়;

ফুসফুস জ্বালানি হয়ে মেটাচ্ছে সেই সাধ;

সেই ধুঁয়ো তখন আঁকাবাঁকা নদীর মতো এলোমেলো পথে!

সিলিঙে তৈরী করে একঝাঁক কালো ঘন মেঘ;

সেই মেঘ কালো হলেও, তাতে বৃষ্টি নেই; আছে শুধু,

শুকনো হতাশা আর নিঃসঙ্গতার দানা|

উন্মাদ রক্ত তখন উষ্ণ,

ছুটছে দ্রুত বেগে সমস্ত বাঁধ ভেঙে;

এই অবস্থায়, দুর্বল শরীরে কাটা-ছেঁড়ার ক্ষয়;

সেই ক্ষতির মাধ্যমে অন্য গ্রহে মানুষ উড়ে যায়;

কোনো একপ্রকার বেড়াজাল সকলেরই প্রয়োজন;

যেমন, নরম হৃদয় চায় পাঁজরের আবদ্ধতা,

কোমল ফুলের দারোয়ান সেজে থাকে মৌমাছি|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract