মায়াবী টান
মায়াবী টান
লোহার পিতের ভেতর বাধ্য হৃদয়ের কথা শুনে
মনে হয় আমিও যেন আজ লোহা!
শুধু জং পড়েছে শরীরে, এটুকুই যা তফাৎ!
চুম্বকের টান কে এড়াতে পারে!
কালো চোরাবালি ছেয়ে আছে গোটা কসমসে,
পৃথিবী কি আর পারে সেই মায়াবী টান উপেক্ষা করতে!
আমি ভাবি বিছানার কথা! চুম্বকের মতো
আমার লোহার দেহ, ভারী দেহখানি, রোজ রাতে
অপরিমেয় শক্তির সাথে টানে! পরদিন সকালেও সেই
টান কাটিয়ে, সমস্ত বেড়াজাল ভেদ করে লোহার পিত
যে কিভাবে মুক্তি পায়, সে আমি অনুভব করি;
চৌম্বক বল খানিকটা মহাকর্ষীয় বলের মতো রয়েছে
প্রত্যেকটা হৃদয়ের মাঝে; মধ্যাহ্নে রয়েছে কালো অদৃশ্য
শক্তি সকলকে রেখেছে বেঁধে এক অদৃশ্য চাদরে ঘিরে;
চুম্বক তার নিজের কাজ করছে, লোহা আর হৃদয় বাধ্য
হয়ে পালন করছে সমস্ত সংজ্ঞা! তাই, ভগবান নিশ্চিন্ত!
