STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract

4  

Ratnadeep Pramanik

Abstract

মায়াবী টান

মায়াবী টান

1 min
241

লোহার পিতের ভেতর বাধ্য হৃদয়ের কথা শুনে

মনে হয় আমিও যেন আজ লোহা!

শুধু জং পড়েছে শরীরে, এটুকুই যা তফাৎ!

চুম্বকের টান কে এড়াতে পারে!

কালো চোরাবালি ছেয়ে আছে গোটা কসমসে,

পৃথিবী কি আর পারে সেই মায়াবী টান উপেক্ষা করতে!

আমি ভাবি বিছানার কথা! চুম্বকের মতো

আমার লোহার দেহ, ভারী দেহখানি, রোজ রাতে

অপরিমেয় শক্তির সাথে টানে! পরদিন সকালেও সেই

টান কাটিয়ে, সমস্ত বেড়াজাল ভেদ করে লোহার পিত

যে কিভাবে মুক্তি পায়, সে আমি অনুভব করি;

চৌম্বক বল খানিকটা মহাকর্ষীয় বলের মতো রয়েছে

প্রত্যেকটা হৃদয়ের মাঝে; মধ্যাহ্নে রয়েছে কালো অদৃশ্য

শক্তি সকলকে রেখেছে বেঁধে এক অদৃশ্য চাদরে ঘিরে;

চুম্বক তার নিজের কাজ করছে, লোহা আর হৃদয় বাধ্য

হয়ে পালন করছে সমস্ত সংজ্ঞা! তাই, ভগবান নিশ্চিন্ত!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract