বিদায় চব্বিশ :–
বিদায় চব্বিশ :–
ক্রমে ক্রমে আমরা এই বছরের শেষ প্রান্তে,
সুক্ষ্ম বালুকণার মতো ঝরে যাচ্ছে সময় প্রতি ক্ষণে।
নতুন বছরের আশার প্রদীপ, প্রাণে জাগায় নবীন আলো,
পুরনোর স্মৃতিগুলো মনের প্রাঙ্গণে উজ্জ্বল এখনও।
কিছু আনন্দ, কিছু ক্ষত কিছু কিছু অভিজ্ঞতা মিঠে কড়ায় সিক্ত;
তবুও পুরোনোর রেশ মনে রয়ে যাবে অবদমিত, যথাযথ...
বছর যায়, বছর আসে পুরোনোকে বিদায় দিয়ে;
নতুন উল্লাসে নতুন আবেগে নতুনকে আমরা নেই ডেকে।
স্মৃতির পাতায় গাঁথা থাকুক এ বছরের সুখ দুঃখ গুলো,
চিরস্থায়ী এই স্মৃতিগুলোই যে প্রেরণা জোগায়
অবিরত।
ভালো মন্দ মিশিয়ে এবছর সততই বেশ মধুময়,
নতুনের কলতানে মুখরিত হোক ২০২৫ এই আশীর্বাদ রাখুন ঈশ্বর করুণাময়...
