মগ্নমনা
মগ্নমনা
সবুজকে সবুজ ভাবো
তবেই সবুজ।
হয়তো ভাবছো কেমন করে
এতো জটিলতা?
সহজ চোখে ঢাললে আলো পৃথিবী আলোকিত ;
কিন্তু না
আসলে কিছুই অমিশ্রিত না
মনের মধ্যে জ্বললে আগুন
আবহাওয়া পাথরের মতো
সেঁধিয়ে যায় বুকে
অনন্দাগ্নি অসীম কোলাহলে
নামতে থাকে ছড়িয়ে দিয়ে আলো
নরকের দোরে প্রদীপ জ্বলে।
তুমি তোমার বাড়ির সামনের মাঠে
একমুঠো সবুজ ঘাস ছোঁও,
মনটা হঠাৎ ধুসর হয়ে ওঠে।
তেমন তুমি পরিবারের সাথেও বসো
হাসিখুশি আন্দোলনে,
কখনো সখনো
অন্যমনা আকাশ দেখো।
কেমন করে মেঘেরা দানা বাঁধে
কেমন করে ঘনিয়ে আসে কালো।
বৃষ্টির প্রতিশ্রুতি জল হয়ে&nbs
p;
নেমে আসেনা তোমার বুকে।
তুমি চায়ে আর আধচামচ চিনি গুলে দাও,
পাথরের গলিতে এক কিশোরী
হয়নার ছায়া দেখে।
তুমি ডুবে যাও আরো গভীরে,
ঘনচ্ছায়ায়, প্রশ্নে ও বিমূঢ়তায়
তোমার ঘুমের মধ্যে
মাথা তুলে দাঁড়িয়ে থাকা
সমান্তরাল কিছু পৃথিবী
যারা আবছা রঙে রঙিন
তবে আদতে বেশ কালো
তারা.... তারা জেগে থাকে
অন্তরে ঘটনাপ্রবাহের দাবাগ্নি
আর বাসনা ;
সুখের পুড়তে থাকা রূপ
তোমার রক্ত, ক্লেদ, ঘাম, যাতায়াত,
স্বপ্নের সাথে সমঝোতা আর
আগুনপাখির মতো মাঝে মাঝে উড়ে যাওয়া...
তুমি ক্লান্তির মাঝে একটুকরো তুবড়িবাঁশির মতো
আজীবন বাজতে থেকো।