বিরহ
বিরহ
তুমি মোহর অথবা মোহ।
চোখের সামনে শূন্যে ভেসে থাকা
আলো-আঁধারির কথা!
হয়তো সময় অন্য খাতে বইতো,
হয়তো আমিও হতাম ভাস্কর্যমন্ডিত..
তবে যা আছি তাও ভালো
এতটা একাঙ্গীভাবে নিজের সাথে বসা অন্য এক সুখ
তোমার সুন্দর জ্যোতির আশে পাশে আহত প্রজাপতির মতো ওড়া,
কখনো স্বাভাবসিদ্ধ দ্রাঘিমা বরাবর অন্য দিকে,
অন্য নীলে ওড়া
তুমি ভালো থেকো
নিও আমার মুগ্ধ আশীর্বাদ।
