বাড়ি
বাড়ি

1 min

337
মৃত্যুও বিশ্রাম নয়,
শুধু মাথাধরা ঘুম..
চক্ষুতৃষ্ণা...
ছড়ানোছেটানো কাজ আর সাজানো মনোগতির মধ্যেও
অবিন্যস্ত ক্লান্তি
মৃত্যুমুখ
পরপর ইটের মত ভ্যাবাচ্যাকা মন
নিরলস চিন্তার সিমেন্ট
তৈরি করে বাড়ি
রঙহীন বাড়িগুলো রোজ ভেঙে পড়ে
তমসার বুক চিরে জেগে ওঠে জ্যোতি?