আমার আমি
আমার আমি
তোমার প্রেমে আমার আমি
হারিয়ে গিয়ে হয়েছি তোমার প্রেমি।
তোমাকে ভালোবেসে
শিশির কণা মতো মিশে
সকালের মিষ্টি হাসি বুকে ।
এক আকাশে স্বপ্ন দেবো বলে তোমাকে
রৌদ্ররের সোনালী শরীরে
দুধ মেঘে হয়ে ভেসেছি।
সমুদ্রের নীল কথাদের ভিড়ে,
অস্পষ্ট ফান হয়ে থেকেছি
ভালোবাসা শুধু তোমাকে।
নদী হয়ে বয়েছি অনেক ব্যাথা এ বুকে চুপ থেকে।
আমার আমি কখন হারিয়ে গেছি তোমাতে।
টিপ টিপ করে ঝরে পড়া জোছনা রাতে,
আমায় দাও তোমাকে ভালোবাসায় ভেজাতে,,

