জীবনের রং
জীবনের রং
খুঁজে ফিরি রঙীন জীবন
কখনো সাগর জলে কখনো নীলিমা তলে
উথাল পাথাল করি বন ।
খুঁজে ফিরি পাখনায় মন।
প্রজাপতি উড়ে যায় ফুলে ফুলে মধু খায়
মানে না মানা অলিগুঞ্জন ।
আমি করি পশ্চাতে ধাবন ।
সাদা সাদা মুখ তুলি' জীবনের রঙগুলি
সাদা কালো ধূলায় ধূসর ,
মরুময় যথার্থ ঊষর ।
শ্যামল সবুজ মাঠে রোদ পড়ে শুখা কাঠে
আমি দেখি আলো বিচ্ছুরণ,
এই যেন আমার জীবন ।
জল পড়ে পাতা নড়ে রামধনু রঙ গড়ে
চেয়ে থাকি অবাক বিস্ময়ে ,
প্রাণ যায় ধীরে ধীরে ক্ষয়ে ।
ধূসর বা সাদা কালো সব জীবনের আলো
বুকে যার আছে ভালবাসা,
করে না সে রঙীনের আশা ।
আমার পরাণ স্বল্প মহাভারতের গল্প
শেষ হয়ে হয় না যে শেষ,
এই আমি রয়ে গেছি বেশ ।

