STORYMIRROR

Manab Mondal

Abstract Romance Inspirational

3  

Manab Mondal

Abstract Romance Inspirational

জীবনের রঙ

জীবনের রঙ

1 min
126

তোমার হাসি নিঃশর্তে

এ জীবনে দেয় এনে

খুশির রঙ 

ভীষন বিস্বাদে ।

মন যখন কাঁদে , 

বিবর্ণ অশ্রু জলে

হৃদয় দেয় ভিজিয়ে

মন খারাপদের তুমি

দাও উড়িয়ে এক ফুঁয়ে।

যে কোন উপায়ে

আমার জীবনে সকালে বিকালে

সুসময় হয়ে তুমি থাকো যদি সঙ্গে

জানি এ জীবনে ভরে থাকবে খুশির রঙে।

যদি হাতটা তুমি ধরো একবার

হারাবো পথ যতো আসুক অন্ধকার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract