STORYMIRROR

Bisweswar Mahapatra

Abstract Tragedy Others

3  

Bisweswar Mahapatra

Abstract Tragedy Others

আজ শীতের শীতল হিমেল রাতে

আজ শীতের শীতল হিমেল রাতে

1 min
207


আজ শীতের শীতল এ হিমেল রাতে

আমি বাহির হলেম একা রিক্ত হাতে,

 পথের সম্বলটুকু মিছে অভিমানে

নেওয়া হয়নাই তো কভু মোর সাথে।

ফোঁটায় ফোঁটায় ঝরে সারারাত রোষে

বিলাপের বাণী শুনিয়েছি কতক্ষণ,

হিসাব রাখেনি বে হিসাবী মন গুলো

শুধু মাতোয়ারী মউতাতে সারাক্ষণ।

তারও পরে অবশেষে যজ্ঞ অনলে 

একপ্রস্থ সুদ্ধি করে প্রাপ্ত যজ্ঞ ভাগ, 

বুঝে নেয় সকলস্তরের স্বাদটুকু 

আমার রোদন পায়নি সে অংশভাগ। 

তবুও বছর ফিরে নতুন বছরে 

এমনই হিমেল শীতের রাতে ফিরে, 

কেন যে এমন কান্নার ধ্বনি শোনাতে

শুধু আমি একা ভেসে যাই অশ্রু নিরে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract