রাতের দুনিয়ায় জীবন
রাতের দুনিয়ায় জীবন


রাতের দুনিয়া, গভীর অন্ধকারে ভরা,
তবুও জীবনের স্পন্দন সেখানে জাগে সারা।
নিঃশব্দে ভাসে আকাশের তারারা,
তারা যেন জানে আমাদের রাতের যন্ত্রণা।
রাতের হাওয়ায় মিশে থাকে কত না কথা,
আঁধারের মাঝে খুঁজে পাই মনোবাসনা।
চাঁদের আলোয় স্নিগ্ধতা মেলে,
অন্ধকারে জীবনের নীরব কাব্য খেলে।
জীবন চলে রাতের পথে, চুপিচুপি,
আলো-ছায়ার মাঝে লুকিয়ে থাকা রূপকথা ক’টি।
রাতের মাঝে জীবন খুঁজে নেয় তার ছন্দ,
নক্ষত্রের আলোয় ভেসে যায় আনন্দের গন্ধ।
রাতের দুনিয়া, যতই হোক গাঢ়,
জীবন সেখানে বাঁধে তার অপরূপ সঙ্গীতের তার।
তবুও রাতের আঁধারে, জীবনের গল্প লেখা,
প্রতি রাতে নতুনভাবে, নতুন স্বপ্নে দেখা।