STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract

3  

Ratnadeep Pramanik

Abstract

কাগজের কালো অক্ষর

কাগজের কালো অক্ষর

1 min
4

কালো কয়েকটা আলোর রেখা রয়েছে শহর জুড়ে;

জড়িয়ে আছে শহরের প্রত্যেকটা প্রাণ সেই কালো চাদরে;

সিলিঙের কালো মেঘে আজ বৃষ্টি নেই, তবে ঘন;

দেওয়ালের কালো রং আজ ভীষণ প্রতিবাদী,

ঘরের সমস্ত দেওয়ালে আজ অক্ষরগুলোও কালো;

চোখের নিচে কালো রং, লজ্জার কালো গন্ধ;

সারা দেশ জুড়ে কালো জঞ্জাল,

কালো রাজার আদেশ মানার ফল কালো;

না মানলে, ফাঁসির কালো;

এই কালো রং দেখতে দেখতে আজ,

দেহের রক্ত-মাংসও কালো;

চারিদিকে আজ ছেয়ে গেছে,

এক নিছক নিৰ্ভেদ্য গাঢ় কালো অমাবস্যা;

সেই খবর পরের দিন কাগজে কালো অক্ষরে সাজানো|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract