STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract

3  

Ratnadeep Pramanik

Abstract

অস্তিত্ব

অস্তিত্ব

1 min
111

অস্তিত্ব কি শুধুই অভিনয়?

নাকি কয়েকটা মানুষ, চরিত্র এবং গল্পের সমাবেশ?

সময়ের পথে এগিয়ে যাওয়াই কি অস্তিত্ব?

অস্তিত্ব কি আলোর প্রতীক,

নাকি আলো-আঁধারির যুদ্ধ?

অস্তিত্বের প্রতিদান কি পূর্বনির্ধারিত?

তোমার ইতিহাস অজানা, ভবিষ্যতে তুমি শুধুই কল্পনা;

বর্তমানে করে চলেছো ক্রমাগত ক্ষুদ্রতম অস্তিত্বের লড়াই,

কর্ম, পরিচয় আর দায়িত্বের অস্তিত্বই যে তোমার একমাত্র অস্তিত্ব, বুঝতে পারো?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract