STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

3  

Partha Pratim Guha Neogy

Abstract

কেমন কাটবে নূতন বছর?

কেমন কাটবে নূতন বছর?

1 min
138

নতুন বছরের প্রতিটি দিন হবে সুখময়

এমনটা আশা করা যায় না…

সুখ-দুঃখ,সাফল্য-ব্যর্থতা,আশা-নিরাশা সব আসবে একে একে..

আমি প্রার্থনা করি ঈশ্বর যেন তোমাকে সবকিছু সহ্য করার ক্ষমতা প্রদান করে…


দিনগুলি যেমনই হোক, যাবে ঠিকই কেটে…

তবে বলো লাভটা কোথায় পুরনো স্মৃতি ঘেঁটে?

সুখ-দুঃখ দিয়েই জীবন ওঠে গড়ে

নতুন আশায় এগিয়ে চলো,

বাঁচো নতুন করে…


দিন যদি চলে যায় দিগন্তের শেষে,

রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু,

আমি থাকব তোমাদেরপাশে। !!!


রঙ্গীন স্বপ্ন মেখে চোখে চোখে আজ সকলে 

মনের কথা সব বলছে,

নতুন সাজে সবার ঘরে নূতন বছর এসেছে।

তাই প্রতিদিন তুমি হও প্রসাধনী ললনা,হেলে দুলে চলনা।

এমন দিনে কাউকে করোনা ছলনা।



साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Abstract