STORYMIRROR

eklabog2 eklabog2

Abstract

3  

eklabog2 eklabog2

Abstract

আয়না

আয়না

1 min
175

আয়না, তুমি কি জানো তোমার কাজটা কী?

যতবার দেখি, তুমি শুধু আমাকেই দেখাও,

আমার মুখ, আমার চোখের জল,

আমার হাসি, আমার কান্না, সব কিছু তোমার মাঝে।


তুমি দাঁড়িয়ে থাকো, নিঃশব্দ, নির্বিকার,

আমার সামনে, নিঃসঙ্গ, চুপ করে,

তবুও তুমি প্রতিটি অঙ্গভঙ্গি বুঝে,

তোমার প্রতিবিম্বে, আমি খুঁজে পাই এক আশ্রয়।


তুমি কখনও আমাকে ভালোবাসো না,

তুমি কখনও মিথ্যা বলো না,

তুমি শুধু সত্য বলো,

আর আমার অন্ধকারকে, তোমার আলোতে ঢেকে দাও।


তোমার মাঝে কেউ হারায়, কেউ আবার পায়,

তবে তুমি কখনো মিছে কিছু দেখাও না।

সবটা তুমি জানো, সবটা তুমি জানাতে চাও,

তুমি আমার আত্মার অঙ্গ, এক পৃথিবী হয়ে দাঁড়িয়ে।


তুমি নিঃশব্দ সাক্ষী, জীবনের অস্থিরতার,

আমার সমস্ত রহস্য, তুমি খুলে ফেলো মুহূর্তে।

তবুও তুমি চুপ, তোমার সত্যই অমলিন,

আয়না, তুমি আমার হৃদয়ের এক সঙ্গী।

 


Rate this content
Log in

More bengali poem from eklabog2 eklabog2

Similar bengali poem from Abstract