যুব দিবস
যুব দিবস
বাঙালী গৌরবে তুমি হে সন্ন্যাসী বীর
অকুতোভয়ে হরিলে চিত্ত নিত্য ত্যাগে,
বাগ্মীতায় মুক্ত বিশ্ব আনন্দে অধীর
শুনিল বাণী তোমার শতবর্ষ আগে৷
করতালি নাদে ভরা চিকাগো শহর
বিশ্বধর্ম সম্মেলনে চিনিল তোমায়,
জানালে সনাতনীর বেদান্ত সফর
একরাশ ধর্ম মাঝে সে আমেরিকায়৷
শোনালে অমৃত কথা পুঁথির ভিতর
যা ছিলো সঞ্চিত রূপে বেদের মন্তর,
মুঢ়তা ঘুঁচায়ে দিলে সভার ভিতর
বলিলে ভ্রাতা ভগিনী প্রসারি অন্তর৷
লভিলে সে যজ্ঞভাগ সর্ব ধর্ম আগে
ভারতবাসী গর্বিত তব অনুরাগে,
যুব দিবস যাপনে শৌর্য,বীর্য, খোঁজে
জগৎ মাঝে পুনশ্চ সর্বযজ্ঞভাগে৷
ৃ
