STORYMIRROR

Manjula Acharya

Abstract

3  

Manjula Acharya

Abstract

যাযাবর

যাযাবর

1 min
161

জানিনা কবে যেন ছিলাম যে আমি যাযাবর

সম্মুখে আমার অসীম পৃথিবী ,অসীম নীলাকাশ

জানিনা ত আমি সীমা  সরহদ

মুক্ত ছিনু আমি চিন্তা-চেতনায়, সম্পর্কে

বাঁধা তো আমি ছিলাম না কোন নীতি নিয়মে

ক্ষুধা তৃষ্ণা পরিতৃপ্ত করাই তো ছিল আমার একমাত্র লক্ষ্য

সম্পদ ছিল গো মোর শুধুমাত্র কিছু পশু, কিছু নিত্য ব্যবহার্য বস্তু

শান্তিতে আমি নিদ্রা যেতাম রূপ রস গন্ধে ভরা প্রকৃতির ক্রোড়ে

সময়ের বিবর্তন এর মধ্যে

আমি খুঁজলাম, শুধুই খুঁজলাম এই কষ্ট হতে মুক্তি

নদী কল সভ্যতা থেকে সিঁড়ির উপর  সিঁড়ি চড়ে আহরণ করেছি আমি অসম্ভব শক্তি

তবুও তো জানিনা কেন

আত্মা মোর করে ছটফট

মন আমার বাঁধা পড়ে নিজেরই তৈরি নিয়ম এর ভিতরে 

মিথ্যা মায়া সম্পর্কের দংশনে ক্ষতবিক্ষত আমি

ফাল্গুনের সৌরভ খুঁজিআমি আজ কাগজের ফুলে

মাপামাপি জীবনকে পিছনে ফেলে

যাযাবর মন আমার

 খুঁজছে গো সেই পূর্ব আরণ্যক   

প্রকৃতির কোল

অভিনয় জীবন মৃত্যু জীবনে

শান্তির জন্য খুঁজি যে পরিচয় মোর

মনে হয় শান্তি দেবে অতীত জীবন

যেখানে ছিলাম গো আমি সেই মুক্ত যাযাবর


Rate this content
Log in

Similar bengali poem from Abstract