STORYMIRROR

Nityananda Banerjee

Romance Inspirational Others

3  

Nityananda Banerjee

Romance Inspirational Others

পূজোর ছুটি

পূজোর ছুটি

1 min
161

ডাক দিয়েছে সোনার খাঁচা; নীল রতনের কুঠি,

সম্বছরে যেথায় মোরা একসাথে সব জুটি ।

কোঠা বাড়ির দর-দালানে পূজোর ক'টা দিন,

গাল-গল্পে আমোদ করি, আহ্লাদে হই লীন ।

বছরভরের না দেখা সব ; না হওয়া সব কথা,

এই ক'টা দিন এলেই মোদের দূর হয় সব ব্যথা ।

এমনই ভাবের অন্তরালে অন্তর হয় বাহির ,

পৃথক দেহের সব আত্মা মা জননীর আহির ।

নিয়ম মেনে এসেছে মাতা জগজনজননী ,

আনন্দ কলরোলে নাচে জৈবিক ধরণী ।

সাদা কাশবন নৃত্য করে শিউলি পড়ে লুটি' ,

আট থেকে আশি ভীষণ খুশি পেয়েছে পূজোর ছুটি ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance