স্বাধীনতা
স্বাধীনতা
আমরা কি স্বাধীন!
নিজের ঘরে নিত্য দিন বাঁধা পড়ে আছি,
তিল তিল করে সাজানো স্বপ্নগুলো তুলে রাখি।
মনের ইচ্ছা কবরে ঢেকে আজও বাঁচি,
নিজের কাছে নিজে দিয়ে যাই রোজ ফাঁকি।
আমরা কই স্বাধীন?
কেটে যায় দিন এমনি খাঁচার পাখি হয়ে,
ডানাগুলো ঝাঁপটে চলে মনেরই জোরে।
ওড়ার ইচ্ছা চিরকাল সুপ্ত গোপনে রয়ে,
কেনো বলি মোরা হয়েছি স্বাধীন, জোর করে।
আমরা তবু স্বাধীন-
যন্ত্র যেনো বোঝা বয়ে, নিজ পথে ধরে চলি,
চোখে দেখি না, কানে শুনি না, মুখে থাকে হাসি।
কার কাছে গিয়ে মন খুলে সব কথা বলি,
সত্যি বলতে আমরা নিজেকে ভালো না বাসি।