STORYMIRROR

Atanu Ganguly

Classics

4  

Atanu Ganguly

Classics

বেদ

বেদ

1 min
321

আমাদের চার বেদ, 

যা কানে শুনে লেখা। 

কে যে রচয়িতা তার, 

কোথাও নেই তার ব্যাখা। 


মুখে মুখে পাঠ হয়ে, 

প্রাচীন প্রণালী পথে। 

পুরান কথিত সাধু কথা, 

থাকে আমাদের সাথে। 


প্রথম স্থানে ঋগ বেদ আছে, 

সর্ব প্রাচীন গ্রন্থ এ বটে। 

দেবদেবীর আরাধনা, 

ছোট্ট থেকে বড়ো মন্ত্রে ঘটে। 


তার পরে সাম বেদ, 

সঙ্গীত এর উৎপত্তি হেথায়। 

সুরের ভুবন ছন্দে ছন্দে, 

লাগে দেবদেবীর উপাসনায়। 


এবার স্থান যজুর বেদ, 

সর্ব আনুষ্ঠানিক মন্ত্রের উৎস স্থল। 

গদ্য রূপ দুই ভাগে কৃষ্ণ আর শুক্লা, 

এর পাঠে পাবে তুমি যজ্ঞ ক্ষেত্রে ফল।


 শেষ স্থানে রয়েছে অথর্ব বেদ, 

জাদু মন্ত্র এখানে পাবে তুমি খুঁজে।

জন্ম থেকে মৃত্যু নানা বিধি কাজ, 

ধর্ম জ্ঞান এর মাঝে নাও তুমি বুঝে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics